রোহিঙ্গা ইস্যু নিয়ে শেখ হাসিনা-মাহমুদ আব্বাস বৈঠক !

0
21

নিউজ ডেস্ক:

নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আসা ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দুই নেতা গতকাল মঙ্গলবার তাঁদের বৈঠকে রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা করেন।
বৈঠকের পরে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রেস সচিব ইহসানুল করিম জানান, মাহমুদ আব্বাস রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রীর ভূমিকার প্রশংসা করেন।

প্রেস সচিব আরও জানান, বৈঠকে মাহমুদ আব্বাস ফিলিস্তিনের সংকটের বর্তমান অবস্থা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিলিস্তিনের জনগণের পাশে থাকার তার অঙ্গীকার পুণর্ব্যক্ত করেন।

শেখ হাসিনা বলেন, অস্থায়ী ব্যবস্থাপনায় বর্তমানে বাংলাদেশে ৭ লাখ মিয়ানমারের শরণার্থী বসবাস করছে। মিয়ানমারকে তাদের এসব নাগরিকদের ফেরত নিতে বাংলাদেশ আন্তর্জাতিকভাবে চাপ প্রয়োগের উদ্যোগ নিয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, মুখ্য সচিব ড. কামাল আব্দুল নাসের চৌধুরী এবং পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক এ সময় উপস্থিত ছিলেন।