রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রশংসায় কানাডার পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিনা ফ্রিল্যান্ড !

0
27

নিউজ ডেস্ক:

মিয়ানমারের রাখাইন থেকে পালিয়ে আসা রোহিঙ্গা নাগরিকদের সহযোগিতার জন্য বাংলাদেশের প্রশংসা করেছেন কানাডার পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিনা ফ্রিল্যান্ড। গতকাল শুক্রবার এক বিবৃতিতে এ প্রশংসা করেন তিনি।

কানাডার পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে আশ্রয়ের প্রত্যাশায় মিয়ানমার থেকে সীমান্ত অতিক্রম করা নাগরিকদের নিরাপত্তার ব্যাপারেও আমরা উদ্বিগ্ন। অতিরিক্ত আশ্রয়প্রার্থীদের জায়গা দিতে গিয়ে বাংলাদেশের অবকাঠামো এবং সম্পদের উপর যে বাড়তি চাপ তৈরি করবে তা আমরা স্বীকার করি। রোহিঙ্গা আশ্রয়প্রার্থীদের সহায়তা দিতে বাংলাদেশের উদ্যোগের আমরা প্রশংসা করি।