রোহিঙ্গাদের ফেরত পাঠাতে দেরি করছে বাংলাদেশ :মিয়ানমার

0
18

নিউজ ডেস্ক:

হাজার হাজার রোহিঙ্গা মুসলিমকে ফিরিয়ে নেয়ার প্রক্রিয়া বিলম্বিত হওয়ার দায় বাংলাদেশের ওপর চাপিয়েছে মিয়ানমার। দেশটি জানিয়েছে তাদের আশঙ্কা, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও দেশ থেকে প্রতিশ্রুত কোটি কোটি ডলার পাওয়া না পর্যন্ত ঢাকা হয়তো রোহিঙ্গাদের ফেরত দেয়া শুরু করবে না।

গত আগস্টে মিয়ানমারের রাখাইনে জাতিগত সহিংসতা ও সেনাবাহিনীর অভিযান শুরুর পর ছয় লাখেরও বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে চলে আসে।

বুধবার রয়টার্স মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা জা হুতাইয়ের উদ্ধৃতি দিয়ে জানায়, নব্বইয়ের দশকে করা চুক্তি অনুযায়ী মিয়ানমার রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে প্রস্তুত।

জা হুতাই বলেন, আমরা রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে প্রস্তুত। কিন্তু অন্য পক্ষ (বাংলাদেশ) এখনো সে প্রক্রিয়া গ্রহণ করেনি। এটাই বিলম্ব হওয়ার আসল কারণ।

বিডি প্রতিদিন