নিউজ ডেস্ক:
বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য আরো ২০ টন ত্রাণ পাঠিয়েছে ইন্দোনেশিয়া।
শনিবার দুটি বিমানে করে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছায় বিমান দুটি।
বাংলাদেশের হয়ে ত্রাণ গ্রহণ করেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হাবিবুর রহমান। এ নিয়ে গত তিন দিনে ছয়টি বিমানে প্রায় ৫৭ টন ত্রান পাঠালো ইন্দোনেশিয়া।
অতিরিক্ত জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান বলেন, শনিবার প্রথম বিমানটিতে ১০ টন চাল আছে। পরের বিমানটিতে ১০ টন পরিমাণ কম্বল, তাঁবু ও তৈরি খাবার সামগ্রী আছে।
এ পর্যন্ত পাঁচ দেশ রোহিঙ্গাদের জন্য ২৩০ টন ত্রাণ পাঠিয়েছে। যার মধ্যে ভারত দুটি বিমানে ১০৭ টন, ইন্দোনেশিয়া ছয়টি বিমানে করে ৫৭ টন, ইরান একটি বিমানে ৪০ টন, মরক্কো একটি বিমানে ১৪ টন এবং মালয়েশিয়া একটি বিমানে ১২ টন ত্রাণ পাঠিয়েছি। এছাড়া ইরান থেকে আরও ৫০ টন ত্রাণবাহী আরেকটি বিমান দু-তিন দিনের মধ্যে চট্টগ্রামে পৌঁছাবে।