রোমে আওয়ামী লীগের তিন এমপিকে এয়ারপোর্টে উষ্ণ অভ্যর্থনা !

0
44

নিউজ ডেস্ক:

রোমের লিউ নার্দো ভিঞ্চি বিমানবন্দরে গত ২০ সেপ্টম্বর দুপুরে বাংলাদেশ আওয়ামী লীগের তিন এমপিকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ঢাকা থেকে আগত এমপিদের ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবালের নেতৃত্বে ইতালি আওয়ামী লীগের একটি দল রোম এয়ারপোর্টে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে।

দুপুরে রোমের আন্তর্জাতিক এয়াপোর্টে অবতরণ করেন সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী, বর্তমানে সংসদীয় কমিটির সভাপতি এবি তাজুল ইসলাম (ক্যাপ্টেন তাজ) এমপি, হুইপ ইকবালুর রহিম এমপি, আফসারুল আমিন এমপি।

এসময় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ছাড়াও আরো উপস্থিত ছিলেন রোম বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার, আওয়ামী নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমএ রব মিন্টু, আবু তাহের, ইতালি আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক এলিন আহাম্মেদ মিঠু, রোম মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক খলিল বন্দুকছি, যুবনেতা মহিউদ্দিন মহি, রুহুল আমিন রাহুল, তুসকোলানা আওয়ামী লীগ সভাপতি জহিরুল ইসলামসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।