বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

রোমাঞ্চকর ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতলো ভারত !

নিউজ ডেস্ক:

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও সিরিজ জিতেছে ভারত। প্রথম দুই ম্যাচে একটি করে জয় নিয়ে অলিখিত ফাইনালে নেমেছিল স্বাগতিক ভারত ও সফরকারী নিউজিল্যান্ড।
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ৬ রানের জয় তুলে নিয়েছে বিরাট কোহলির দল। ফলে ২-১ ব্যবধানে সিরিজ হারলো কিউইরা।

বৃষ্টির কারণে ২০ ওভারের ম্যাচ নেমে এসেছিল ৮ ওভারে। ফলে নির্ধারিত ৮ ওভারে ৫ উইকেট হারিয়ে স্বাগতিক ভারত তোলে ৬৭ রান। জবাবে, সফরকারী নিউজিল্যান্ড ৬ উইকেট হারিয়ে তোলে ৬১ রান।

আগে ব্যাট করতে নেমে ভারতের ওপেনার রোহিত শর্মা ৯ বলে করেন ৮ রান। আরেক ওপেনার শিখর ধাওয়ান ৬ বলে করেন ৬ রান। তিন নম্বরে নামা দলপতি বিরাট কোহলি ৬ বলে করেন ১৩ রান। শ্রেয়াস ইয়ার ৬ বলে ৬ রান করে সাজঘরে ফেরেন।
মনিষ পান্ডে ১০ বলে করেন ১৭ রান। ১০ বলে ১৪ রান করে অপরাজিত থাকেন হারদিক পান্ডে।

টিম সাউদি ও ইস সোধি দুটি করে উইকেট নেন। একটি উইকেট পান ট্রেন্ট বোল্ট।

৮ ওভারে ৬৮ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে কিউই ওপেনার মার্টিন গাপটিল ১ আর কলিন মুনরো ৭ রানে বিদায় নেন। ১০ বলে ৮ রান করে ফেরেন দলপতি উইলিয়ামসন। ৯ বলে ১১ রান করেন ফিলিপস। মাঝে নিকোলাস ২ আর ব্রুস ৪ রানে বিদায় নেন। কলিন ডি গ্রান্ডহোম ১০ বলে ১৭ রান করে অপরাজিত থাকলেও দলের পরাজয় রুখতে পারেননি।

ভারতের জাসপ্রিত বুমরাহ দুটি উইকেট নেন। একটি করে উইকেট পান কুলদীপ যাদব, ভুবনেশ্বর কুমার।

Similar Articles

Advertismentspot_img

Most Popular