রোনালদোকে নিয়ে চিন্তিত নন জিদান !

0
28

নিউজ ডেস্ক:

গত দুই ম্যাচে গোল গোলের দেখা পায়নি ক্রিস্তিয়ানো রোনালদো। তবে তাকে নিয়ে একেবারেই চিন্তিত নন রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান। রিয়াল মাদ্রিদ কোচের বিশ্বাস খুব শীঘ্রই দলের সেরা তারকা গোলে ফিরবে।

গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে সান্তিয়াগো বের্নাবেউয়ে নাপোলির বিপক্ষে ৩-১ ব্যবধানে জয় লাভ করে রিয়াল মাদ্রিদ। রিয়াল জিতলেও এ ম্যাচে গোল পাননি রোনালদো। এরপর লা লিগায় এসপানিওলের বিপক্ষে ঘরের মাঠে ২-০ ব্যাবধানে রিয়াল জয় পেলেও পর্তুগিজ ফরোয়ার্ড গোল বঞ্চিত হন।

বুধবার লা লিগায় ভালেন্সিয়ার মাঠে খেলতে যাবে রিয়াল। মঙ্গলবার সংবাদ সম্মেলনে রোনালদোর প্রসঙ্গে জিদান বলেন, “সে সবসময় পাশ দিয়েই খেলে। এটাই তার সহজাত জায়গা। আমি নিশ্চিত, সে গোল করবে। সে বিভিন্ন পজিশনে খেলতে পারে। কারণ সে অসাধারণ একজন খেলোয়াড়। কিন্তু উইংয়ে খেলা তার বেশি পছন্দ। এই পজিশনে খেলেই কি সে ৩০০, ৪০০ গোল করেনি?”