নিউজ ডেস্ক:
বসন্ত শেষে গ্রীষ্মকাল পুরো মাত্রায় শুরু হয়ে গেছে। ফলে চারদিকে কাঠফাটা রোদ। এই গরমে যারা নিয়মিত বাইরে বের হন তাদের নানা রকম শারীরিক সমস্যায় পড়তে হচ্ছে। বাইরে বের হলেই জীবন যেন অসহনীয় মনে হয়। তবে এই গরমে কড়া রোদ থেকে বাঁচতে রোদ চশমা বেশ উপকারী। বিশেষ করে ধূলাবালী ও রোদ থেকে চোখ বাঁচাতে এটি অদ্বিতীয়। যাহোক, কী ধরনের রোদ চশমা ব্যবহার করবেন এ নিয়েই নিচে আলোচনা করা হলো :
১. রং এবং আকৃতি।
২. আকার।
৩. বড় চেহারার জন্য বড় গ্লাস মানানসই।
৪. যাদের চেহারা ছোট তারা চিকন আকৃতি বেছে নিন।
৫. যাদের ত্বক গাঢ় তারা কালো, কফি, বাদামি রঙের গ্লাস ব্যবহার করতে পারেন।
৬. যাদের গায়ের রঙ উজ্জ্বল তারা বেগুনি, সাদা, গোলাপি, লাল রংয়ের গ্লাস ব্যবহার করতে পারেন।
৭. চুলের স্টাইলের ওপর গ্লাস ব্যবহার করুন।
৮. মেয়েরা রোদ চশমার সাথে কপালে ফোঁটা লাগাতে পারেন।
৯. ঘরে প্রবেশের আগে অবশ্যই খুলে রাখুন।
১০. ভালো ব্র্যান্ডের সানগ্লাস ব্যবহার করুন।