বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

রেসিপি: চাইনিজ চিলি পটেটো !

নিউজ ডেস্ক:

ফ্রাইড রাইসের সাথে চিকেন চিলি অথবা চিলি বিফ খেতে বেশ ভালই লাগে। চাইনিজে গেলে এই খাবারটা অনেকেই অর্ডার করেন। কিন্তু শুধু মাংস দিয়েই যে ‘চিলি’ রেসিপিটা রান্না করতে হবে এমন কোন কথা নেই। অনেকেই আছেন মাংস পছন্দ করেন না বা খেতে মানা। তারা কি তাহলে বঞ্চিত হবেন? তাদের জন্যই আছে মজাদার চাইনিজ চিলি পটেটো।

উপকরণ: আলু, লবণ, কর্ণ ফ্লাওয়ার, তেল, রসুন, কাঁচা মরিচ, আদা রসুনের পেস্ট, পেঁয়াজের রিঙ, ক্যাপসিকাম, মরিচের গুঁড়ো, সয়াসস, চিনি, ভিনেগার, চিলি সস।

প্রণালী:

*আলু কিছুটা মোটা করে কাটুন। তারপর এটি ভাল করে ধুয়ে লবণ এবং কর্ণ ফ্লাওয়ার দিয়ে ভাল করে মেশান।

*একটি প্যানে তেল গরম করতে দিন। তেল গরম হয়ে আসলে এতে আলুগুলো দিয়ে ভাজুন। বাদামী রং হয়ে আসলে নামিয়ে ফেলুন।

*আরেকটি প্যানে তেলে রসুন কুচি, কাঁচা মরিচ, পেঁয়াজের রিঙ, ক্যাপসিকাম কুচি দিয়ে ভাজুন।

*এরসাথে মরিচের গুঁড়ো, সয়াসস, চিনি, ভিনেগার, লবণ এবং চিলি সস দিয়ে নাড়ুন।

*এবার এতে ভাজা আলুগুলো দিয়ে দিন। কিছুক্ষণ নাড়ুন।

*ব্যস তৈরি হয়ে গেল মজাদার চিলি পটেটো।

*ফ্রাইড রাইস অথবা পোলাও এর সাথে পরিবেশন করুন চিলি পটেটো।

Similar Articles

Advertismentspot_img

Most Popular