রেলের নতুন বগি নির্মাণে ৫০ হাজার কোটি টাকা ব্যয় করা হচ্ছে : পররাষ্ট্র মন্ত্রী!

0
54

নিউজ ডেস্ক:

পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি বলেছেন, রেলের নতুন বগি (কোচ) নির্মাণে ৫০ হাজার কোটি টাকা ব্যয় করা হচ্ছে।

আরামদায়ক এ বগিগুলো ইন্দোনেশিয়া থেকে আমদানী করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, রেল যোগাযোগ আরও নির্বিঘ্ন করতে এবং যাত্রীদের সেবার মান বাড়াতে সরকার সারাদেশে দুই লেন বিশিষ্ট রেললাইন নির্মাণেরও প্রকল্প গ্রহণ করেছে।

আজ সকালে দিনাজপুর রেলওয়ে স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের বগি (কোচ) ‘লাল-সবুজ’ সার্ভিসের উদ্বোধনের পর পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

রেলকে আধুনিক ও যুগোপযোগী করে যাত্রী সেবার মান বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নেয়া হচ্ছে উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রী বলেন, এরই অংশ হিসেবে ৫০ হাজার কোটি টাকা ব্যয়ে রেলের নতুন বগি (কোচ) নির্মাণ করা হচ্ছে।

তিনি বলেন, আধুনিক ট্রেনের ১২টি বগিতে এসি ও নন এসি সার্ভিসসহ মোট ৮৫২ জন যাত্রী ভ্রমণ করতে পারবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, জেলা প্রশাসক মীর খায়রুল আলম ও পুলিশ সুপার হামিদুল আলম। সভাপতিত্ব করেন বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলীয় জোনের মহাব্যবস্থাপক খায়রুল আলম।