এবারের এইচএসসি পরীক্ষার রেজাল্টে বৈষম্যের অভিযোগ এনে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের গেটে তালা দেন একদল পরীক্ষার্থী। এ সময় শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে তাদের পাল্টাপাল্টি হামলায় চার জন শিক্ষার্থী আহত হন। রোববার (২০ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। আহতদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢাকা বোর্ডের ভেতরে ঢুকে বিক্ষোভ করেন ওই শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা দাবি করেন, কর্মসূচি চলাকালে তাদের ওপর হামলা হয়েছে। তারা এই হামলার বিচার চান।
বোর্ডের কর্মকর্তারা বলেন, হঠাৎ করে কিছু শিক্ষার্থী ভেতরে ঢুকে ভাঙচুর করেন। এমনকি তারা বোর্ডের চেয়ারম্যানের কক্ষেও ভাঙচুর চালান।
১৫ অক্টোবর এইচএসসি-সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলছেন, ইতিমধ্যে যে ফলাফল প্রকাশিত হয়েছে, তা বৈষম্যমূলক। এ জন্য তারা সব কটি বিষয়ের ওপর ‘ম্যাপিং’ করে ফল নতুন করে প্রকাশের দাবি জানান।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হোসেন বলেন, ফলাফলে বৈষম্য হয়েছে—এই অভিযোগ শিক্ষার্থীদের। এর প্রতিবাদে তারা বোর্ডের সামনে অবস্থান করছিলেন। তারা একপর্যায়ে বোর্ডের ভেতরে ঢুকে পড়েন। নথিপত্রসহ অন্যান্য জিনিস রক্ষায় বোর্ডের কর্মচারীরা শিক্ষার্থীদের বাধা দেন। তখন ধাক্কাধাক্কিতে কয়েকজন শিক্ষার্থী আহত হন। তিনি বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। আলোচনার মাধ্যমে সমস্যার মীমাংসা করা হবে।