বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

রেঙ্গুনে শাহিদ-কঙ্গনা-সাইফের অভিনয়ে উচ্ছ্বাসিত কারিনা !

নিউজ ডেস্ক:

রেঙ্গুন সিনেমা দেখলেন কারিনা কাপুর। ছবির প্রোমোশনে সাইফ-কঙ্গনা-শাহিদ একসঙ্গে না এলেও, ছবিতে তাঁদের অভিনয় নিয়ে উচ্ছ্বসিত কারিনা কাপুর।

বিশাল ভরদ্বাজের ছবিতে অভিনয় করেছেন তিনিও। কাজেই তিনি ঠিক জানেন যে, বিশালের ছবির মুন্সিয়ানাটা ঠিক কোথায়? সেই অভিজ্ঞতা থেকেই কারিনা বললেন, বিশালের ছবিতে নেগেটিভ চরিত্ররাই বারবার দর্শকদের চোখ টানে। তার সঙ্গে থাকে চিত্রনাট্যের জোর।

কারিনা খোলাখুলি বললেন, এই ছবিতে এই সময়ের বলিউডের তিন সেরা অভিনেতা কাজ করেছেন। সাইফ-কারিনা-শাহিদ তাঁদের অভিনয় দক্ষতার শিখরে পৌঁছেছেন। মে মাস থেকে শুরু করছেন Veere De Wedding এর শুটিং। ফ্লোরে ফেরার জন্য মুখিয়ে রয়েছেন তিনি।

Similar Articles

Advertismentspot_img

Most Popular