রেকর্ড সাড়ে ১৪ কোটি রুপিতে পুনেতে বেন স্টোকস !

0
28

নিউজ ডেস্ক:

আইপিএলের দশম আসরের নিলামে বিদেশি ক্রিকেটার ক্যাটাগরিতে রেকর্ড সাড়ে ১৪ কোটি রুপিতে ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকসকে দলে টেনেছে রাইজিং পুনে সুপারজায়ান্টস। যা আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দর। এর আগে গত আসরে ভারতীয় ব্যাটসম্যান যুবরাজ সিংকে রেকর্ড ১৬ কোটি রুপিতে দলে ভিড়িয়েছিল সানরাইজার্স হায়াদ্রাবাদ।

এদিকে, ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগানকে ২ কোটি রুপিতে দলে নিয়েছে কিংস ইলিভেন পাঞ্জাব। নিউজিল্যান্ডের অলরাউন্ডার কোরে অ্যান্ডারসনকে ১ কোটি রুপি ও শ্রীলঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউসকে ২ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে দিল্লি ডেয়ারডেভিলস, ভারতীয় পবন নেগিকে ১ কোটি রুপিতে দলে টেনেছে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গলুরু।

এছাড়া মুস্তফিজুর রহমানের গতবারের সতীর্থ কিউই পেসার ট্রেন্ট বোল্ট ৫ কোটি রুপিতে কলকাতা নাইট রাইডার্সে, প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা ৫ কোটিতে রুপিতে দিল্লিতে এবং মিচেল জনসন ২ কোটি রুপিতে মুম্বাইয়ে।

এখনও চলছে নিলাম। তালিকায় রয়েছেন বাংলাদেশি ক্রিকেটাররাও। পরবর্তীতে নিলামে ডাক পাওয়া ক্রিকেটারদের নাম জানিয়ে দেওয়া হবে।