বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

রেকর্ড ভাঙার খেলায় বাহুবলী ২ !

নিউজ ডেস্ক:

একের পর এক রেকর্ড হেলায় ভাঙছে বাহুবলী ২। প্রথম ভারতীয় সিনেমা হিসাবে ১০০০ কোটি টাকার ক্লাবে পৌঁছেছিল অনেক আগেই। এ বার প্রথম হিন্দি ছবি হিসাবে ৪০০ কোটি টাকা সিনেমা হল কালেকশনের রেকর্ডও তৈরি করল বহু প্রতীক্ষিত ছবিটি।

গতকাল পর্যন্ত পাওয়া হিসেব অনুযায়ী হিন্দি ছবি হিসাবে সিনেমা হলে ৪৩২.৮ কোটি টাকা কালেকশন হয়েছে। এখন পর্যন্ত যে হারে ব্যবসা করছে ছবিটি তাতে ট্রেড অ্যানালিস্টদের ধারণা, খুব শীঘ্রই ছবিটি ৫০০ কোটিও টপকে যাবে। এর আগে পর্যন্ত হিন্দি ছবি হিসাবে সবচেয়ে বেশি বক্স অফিস কালেকশনের রেকর্ড ছিল আমির খান অভিনীত দঙ্গল ছবির দখলে। ৩৮৭.৩৮ কোটি টাকা আয় করেছিল ছবিটি। আপাতত দঙ্গল-কে বেশ খানিকটা পেছনে ফেলে দিয়েছে বাহুবলী ২।

Similar Articles

Advertismentspot_img

Most Popular