বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

রূপনগরে দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত আটক !

নিউজ ডেস্ক:

রাজধানীর রূপনগরে দেশীয় অস্ত্রসহ পাঁচ নৌডাকাতকে আটক করেছে রূপনগর থানা পুলিশ। তারা হলেন- শামীম (২৪), নীরব (৩০), আনোয়ার (৩০), শব মিয়া (৩৫) ও সুমন (২৭)।

গত শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রূপনগর থানা এলাকার বেড়িবাঁধের পানি উন্নয়ন বোর্ড এলাকা থেকে সংঘবদ্ধ  ডাকাত দলটিকে আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় পিস্তল, এক রাউন্ড গুলি ভর্তি ম্যাগাজিন, দুটি ধারালো ছোরা, একটি ইঞ্জিনচালিত নৌকা উদ্ধার করা হয়।

রূপনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সহিদ আলম জানান, আটককৃতরা নদীপথে ড্রেজার দিয়ে বালু নিয়ে আসার সময় ড্রেজার আটক করে ব্যবসায়ীদের অস্ত্রের মুখে জিম্মি করে সব লুটে নিত। এ ছাড়াও এ দলটি তুরাগ নদীসংলগ্ন বিভিন্ন বালুর গদি থেকে চাঁদাবাজি করত।

Similar Articles

Advertismentspot_img

Most Popular