বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

রূপকথার সেই কালো রাজহাঁস নিউজিল্যান্ডে সত্যিই ছিল!

নিউজ ডেস্ক:

নিউজিল্যান্ডের মাওরি সম্প্রদায়ের লোকজন কালো রঙের বিশালাকৃতির রাজহাঁসের কথা দীর্ঘ দিন থেকেই বলে আসছিলেন। প্রমাণ না পাওয়ায় বিজ্ঞানীরা এতদিন বিষয়টিকে খুব একটা পাত্তা দেননি। তবে জীবাশ্ম বিশ্লেষণ করে এবার গবেষকরা স্বীকার করেছেন, ১৩শ’ শতাব্দীতে নিউজিল্যান্ডে কথিত সেই বিশালাকৃতির কালো রাজহাঁস সত্যিই ছিল। যেটা মানুষের বসবাস শুরুর পরপরই বিলুপ্ত হয়ে যায়।

অস্ট্রেলিয়ায় এখনো কালো রাজহাঁসের দেখা মিলে। বিজ্ঞানীরা এতদিন বলে আসছিলেন, নিউজিল্যান্ডের সেই কালো রাজহাঁস হয়তো অস্ট্রেলীয় প্রজাতিরই ছিল। কিন্তু নতুন গবেষণায় দেখা গেছে নিউজিল্যান্ডে বিশাকাকৃতির কালো রাজহাঁসগুলো ছিল ভিন্ন প্রজাতির। অস্ট্রেলীয় কালো রাজঁহাসের চেয়ে নিউজিল্যান্ডের ওই রাজহাঁসের ওজন ২০ থেকে ৩০ ভাগ বেশি ছিল। এগুলোর ওজন ১০ কেজি পর্যন্ত হতো।

সূত্র : ডেইলি মেইল

Similar Articles

Advertismentspot_img

Most Popular