রুশ বোমারু বিমান কিনছে পাকিস্তান, সতর্ক ভারত !

0
27

নিউজ ডেস্ক:

সামরিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে কাজ শুরু করেছে পকিস্তান। আর তারই অংশ হিসেবে এবার রাশিয়া থেকে আরও অত্যাধুনিক যুদ্ধবিমান কেনার বিষয়ে আলোচনা করছে দেশটি।
এসইউ-৩৫ ফ্ল্যাংকার-ই নামের এই বোমারু বিমান রাশিয়ার থেকে কিনতে চেয়ে আবেদন করেছে পাকিস্তান। পাক প্রতিরক্ষা বিষয়ক সাময়িক পত্রিকা আইএইচএস জেন-এর বিশ্লেষকরা এই তথ্য জানিয়েছেন।

প্রসঙ্গত, নাম প্রকাশে অনিচ্ছুক পাক সরকারের পদস্থ কর্মকর্তারা বিষয়টি অস্বীকার করেননি। তবে এখনও এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন তারা।

এ ব্যাপারে এক কর্মকর্তা বলেছেন, শত্রু সীমানার অনেক ভিতরে ঢুকতে পারে এমন সুদক্ষ বোমারু বিমান পিএএফ’র দরকার। আর এই জন্যেই পাকিস্তান দুই ইঞ্জিনের এসইউ-৩৫ বিমান কিনতে আগ্রহী বলে জানান তিনি। এছাড়া, পাকিস্তানের অন্য আরেক কর্মকর্তা বলেন, ভারতের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক থাকা সত্ত্বেও পাকিস্তানকে অত্যাধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রি করতে আগ্রহী হয়েছে রাশিয়া। অবশ্য এসইউ-৩৫ বিমান কেনা হবে কিনা বা কি শর্তে কেনা হবে এখনও তা বলার সময় আসেনি বলে জানান তিনি।