বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

রিয়াল মুর্সিয়াকে গুঁড়িয়ে শেষ ষোলোতে বার্সা !

নিউজ ডেস্ক:

রিয়াল মুর্সিয়াকে গুঁড়িয়ে দিয়ে কোপা দেল রের শেষ ষোলোয় উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। বুধবার রাতে কাম্প নউয়ে স্প্যানিশ কাপে চতুর্থ রাউন্ডের ফিরতি পর্বে ৫-০ গোলে জিতেছে এরনেস্তো ভালভেরদের দল।

নিয়মিত একাদশের বেশ কয়েকজনকে বিশ্রামে রাখেই মাঠে নামে বার্সা। দলে ছিলেন না লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের মতো তারকা খেলোযাড়রা। তবে তাতে খেলার ফলাফলে তেমন কোনও প্রভাব পড়েনি।

ম্যাচের ষষ্ঠদশ মিনিটে স্প্যানিশ ফরোয়ার্ড পাকো আলকাসেরের হেডে এগিয়ে যায় বার্সেলোনা। এরপর ৫৬তম মিনিটে ছয় গজ বক্সে আলেইশ ভিদালের ছোট পাস পেয়ে বল জালে পাঠান জেরার্দ পিকে। আর চার মিনিটের ব্যবধানে দারুণ হেডে গোলরক্ষকের মাথার উপর দিয়ে দলের তৃতীয় গোলটি করেন স্প্যানিশ মিডফিল্ডার ভিদাল।

এরপর ৭৪তম মিনিটে সের্হিও রবের্তোর উঁচু করে বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন দেনিস সুয়ারেস। স্প্যানিশ এই মিডফিল্ডার পাস পেয়েই দুরূহ কোণ থেকে দলের পঞ্চম গোলটি করেন বদলি নামা হোসে আরনাইস।

দুই লেগ মিলিয়ে বার্সেলোনার জয় ৮-০ গোলে।
প্রথম লেগে ৩-০ ব্যবধানে জয়ের তুলে নিয়েছিল বার্সা।

Similar Articles

Advertismentspot_img

Most Popular