বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

রিয়াল মাদ্রিদকে ধ্বংস করতে মেসির একটি জুতাই যথেষ্ট!

নিউজ ডেস্ক:

৩-০তে জিতে চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে ১৪ পয়েন্ট এগিয়ে গেছে বার্সেলোনা। সান্তিয়াগো বার্নাব্যূতে অনুষ্ঠিত এল ক্লাসিকোর উত্তেজনাপূর্ণ ওই ম্যাচে তৃতীয় গোলে সহায়তা করেন লিওনেল মেসি। অ্যালেক্স ভিদাল গোলটি করলেও সেটি নিয়ে কমই আলোচনা হচ্ছে।

উল্টো আলোচনা হচ্ছে মেসির জুতা নিয়ে। গোলটিতে সহায়তা করার আগে মেসির এক পায়ের বুট খুলে যায়। কিন্তু সেদিকে মেসি ভ্রুক্ষেপ করেননি। এক পায়ে বুট নিয়েই খেলা চালিয়ে গেছেন। এক পায়ে বুট, অন্য পায়ে মোজা নিয়ে বল এগিয়ে দেন ভিদালকে।

এর মাধ্যমে ১৭ ম্যাচে ৪৫ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষস্থানে আরও মজবুত আসন গাড়ল কাতালানরা। ১৬ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে চার নম্বরেই থাকল রিয়াল মাদ্রিদ।

বড়দিনের ছুটির আগে দারুণ একটা জয় চেয়েছিলেন লিওনেল মেসি। কাঙ্খিত সেই জয়টা পেয়ে গেলেন তিনি। লা লিগায় চলতি মৌসুমে ১৫তম গোল করলেন এ আর্জেন্টাইন। এল ক্ল্যাসিকোতে মোট গোল সংখ্যা হলো ২৫টি। অবশ্য আন্তর্জাতিক চ্যাম্পিয়নস কাপে আরও একটি গোল করেছেন তিনি। এল ক্ল্যাসিকোতে রোনালদোর গোল সংখ্যা ১৭টি।

Similar Articles

Advertismentspot_img

Most Popular