বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

রিয়ালের জার্সিতে একসঙ্গে দেখা যেতে পারে ‘দুই’ রোনালদোকে !

নিউজ ডেস্ক:

খুব শীঘ্রই ‘বড়’ রোনালদো ও ‘ছোট’ রোনালদো একসঙ্গে লড়টে চলেছেন মাঠে। ব্রাজিলের সাবেক ফুটবল তারকা রোনালদো তেমনই ইঙ্গিত দিলেন।

এই মৌশুমে লা লিগায় রিয়েল মাদ্রিদ একেবারেই ঠিক ছন্দে নেই। রিয়েল বেটিসের কাছেও হেরে বসেছে। এই পরিস্থিতিতে রিয়ালকে সাহায্য করার জন্য চমৎকার প্রস্তাব দিলেন ব্রাজিলের রোনালদো। সাফ জানিয়ে দিলেন, ‘‌রিয়াল যদি চায়, দলের যদি গোল করার মতো কাউকে দরকার হয়, তা হলে আমি আবার ফিট হয়ে মাঠে নামতে রাজি।

তবে একথা বলার পরই ব্রাজিলীয় তারকা বলেছেন, ‘‌জানি, রিয়ালের গোল করার অনেক প্লেয়ার। তাই গোল পাওয়াটা রিয়ালের কাছে কোনও সমস্যাই নয়। কিন্তু তারপরও যদি কোনও সমস্যা হয়, তা হলে আমি তৈরি। নিজেকে শারীরিকভাবে ঠিক জায়গায় এনে আবার মাঠে নেমে পড়ব।

রিয়ালকে নিয়ে যখন অনেকে আশঙ্কা করছেন, তখন ব্রাজিলীয় তারকা সে কথায় আমল দিচ্ছেন না। বলেছেন, ‘‌রিয়ালের কোথাও কোনও খামতি তৈরি হয়নি। রিয়াল কী কী পারে, আমরা গত কয়েক বছরে বারবার বুঝেছি। গত মৌশুমেও শুরুর দিকে এই ধরনের সমস্যা হয়েছিল। কিন্তু তারা ফিরে এসেছিল ভয়ঙ্করভাবে। লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল। তাই এই দলের যোগ্যতা নিয়ে আমার মনে কোনও সংশয় নেই। ক্রিশ্চিয়ানো আছে দলে। মৌশুমের সবে তো শুরু। নিশ্চিত ও এবারও ভয়ঙ্কর হবে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular