রিয়াদে হৃদরোগে আক্রান্ত হয়ে এক বাংলাদেশির মৃত্যু !

0
33

নিউজ ডেস্ক:

রিয়াদ থেকে ৮০কিলোমিটার দূরে হোরাইমালা নামক এলাকায় হৃদরোগে আক্রান্ত হয়ে রবিজাল ইসলাম (৫০) নামে এক বাংলাদেশি মারা গেছেন। গতকাল সকালে স্থানীয় একটি হাসপাতালে তিনি মারা যান।

মৃতের ভাতিজা আরিফ মৃধা বাংলাদেশ প্রতিদিনকে জানান, সকালে হৃদরোগে আক্রান্ত হলে দ্রুত স্থানীয় হোরাইমালা জেনারেল হাসপাতালে নেয়া হলে সকাল সাড়ে ৮টার দিকে মারা যান  রবিজাল ইসলাম মৃধা।

রবিজাল ইসলাম মৃধা উরফে রবি মৃধা ঢাকা জেলার দোহার উপজেলার মাহমুদপুর গ্রামের জহের আলী মৃধার ছেলে। তিনি  হোরাইমালাতে একটি কৃষি খামার ভাড়া নিয়ে চাষাবাদ করতেন।

রবি ২৯ বছর আগে জীবিকার সন্ধানে সৌদি আরব আসেন এবং গত ১৩ বছর যাবত স্ত্রী সন্তান নিয়ে সৌদি আরবে বসবাস করে আসছিলেন।
তার লাশ  বর্তমানে হোরাইমালা জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছে।