বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

রিহ্যাব সদস্য ছাড়া আবাসন ব্যবসা করা যাবে না !

নিউজ ডেস্ক:

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) সদস্য ছাড়া কোনো ডেভেলপার প্রতিষ্ঠান আবাসন ব্যবসা করতে পারবে না। বাণিজ্য মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি নির্দেশ জারি করা হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের পরিচালক, বাণিজ্য সংগঠনের ডিটিও এবং অতিরিক্ত সচিব মো. আবদুল মান্নান স্বাক্ষরিত এক পরিপত্রে এই নির্দেশ দেয়া হয়েছে। এতে বলা  হয়েছে, বাণিজ্য সংগঠন অধ্যাদেশ ১৯৬১ এর ১৩ (১) ধারার বিধান মতে সকল ডেভেলপার প্রতিষ্ঠানকে রিহ্যাবের সদস্য হতে হবে। অন্যথায় প্রতিষ্ঠানগুলো এ ব্যবসা করতে পারবে না।

গত বৃহস্পতিবার রিহ্যাবের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়ে বলা হয়, পরিপত্রটি জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, এফবিসিসিআই, তেজগাঁও এর বাংলাদেশ প্রকাশনা অফিস, রিহ্যাবসহ ৯টি স্থানে পাঠানো হয়েছে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular