বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

রিয়াল মাদ্রিদ ছেড়ে বায়ার্ন মিউনিখে জেমস রদ্রিগেজ !

নিউজ ডেস্ক:

রিয়াল মাদ্রিদে কার্লো অ্যানসেলোত্তির অন্যতম প্রিয় পাত্র ছিলেন জেমস রদ্রিগেজ। কিন্তু জিনেদিন জিদানের দলে নিয়মিত সুযোগ পেতেন না কলম্বিয়ার এই সুপারস্টার। গত বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা রিয়ালের হয়ে শেষ মৌসুমে মাত্র ২৮টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন।

লা লিগায় ২২টি ও চ্যাম্পিয়ন্স লিগে ছ’টি৷আটটি গোল করেছিলেন রদ্রিগেজ। রিয়ালের প্রতি অনেক দিনই মোহভঙ্গ হয়েছিল তার। অবশেষে দুই বছরের জন্য লোনে চলে এলেন বায়ার্ন মিউনিখে। পুরনো গুরু অ্যানসেলোত্তির ইচ্ছাতেই জার্মান চ্যাম্পিয়নদের ঘরে এলেন তিনি।

২০১৪ বিশ্বকাপে চোখ ধাঁধানো পারফরম্যান্সের সৌজন্যেই জেমসকে তুলে নেয় রিয়াল।
মোনাকো থেকে ৬০ মিলিয়ন ইউরোতে স্যান্টিয়াগো বার্নাব্যুতে আসেন বছর পঁচিশের মিডফিল্ডার। শেষ তিন বছরে ১১১ বার রিয়ালের জার্সি গায়ে চাপিয়ে ৩৬টি গোল করেছেন ও ৪১টি গোলে অবদান রেখেছেন।

রিয়ালের হয়ে জিতেছেন জোড়া চ্যাম্পিয়ন্স লিগ ও ফিফা ক্লাব বিশ্বকাপ। লা লিগার স্বাদও পেয়েছেন জেমস৷। বায়ার্নে জেমস এসেছেন অ্যানেসেলোত্তির ইচ্ছাতেই।

বায়ার্নের ওয়েবসাইটে বিবৃতি দিয়ে ক্লাবের সিইও কার্ল-হেইনজ রুমিনেগ জানান, রদ্রিগেজকে সই করানো হয়েছে কার্লোর ইচ্ছাতেই। মাদ্রিদের ওরা দুইজন সফলভাবে কাজ করেছে। এই ট্রান্সফারে আমরা ভীষণ খুশি হয়েছি ৷

Similar Articles

Advertismentspot_img

Most Popular