বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

রিয়ালকে লজ্জায় ডুবিয়ে সুপার কাপ জিতলো বার্সেলোনা

চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে লজ্জায় ডুবালো বার্সেলোনা। পুনরুদ্ধার করল স্প্যানিশ সুপার কাপের শিরোপা। রোববার (১২ জানুয়ারি) রাতে সৌদি আরবের জেদ্দায় ৭ গোলের এ ফাইনালে কাতালানরা করেছে ৫ গোলের উৎসব।

খেলার শুরুতেই চমক দেখান ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। তার দারুণ গোলে রিয়াল শুরুতেই চাঙা হয়। কিন্তু প্রতিদ্বন্দ্বী যে বার্সা। পরক্ষণেই রিয়ালের জালে গোল উৎসবে মাতে বার্সেলোনা।

স্প্যানিশ সুপার কাপ সর্বোচ্চ জয়ের রেকর্ড বার্সার। দলটি এ শিরোপা জিতেছে ১৫বার। গত অক্টোবরে মৌসুমের প্রথম ক্লাসিকোয় লা লিগায় রিয়ালের মাঠে দ্বিতীয়ার্ধের চার গোলে ৪-০ ব্যবধানে জিতেছিল তারা।

কিং আবদুল্লাহ স্পোর্টস সিটিতে ২য় মিনিটে প্রথম সুযোগ পায় বার্সেলোনা। থিবো কোর্তোয়ার নৈপুণ্যে এ যাত্রায় রক্ষা পায় রিয়াল। পরের মিনিটেই প্রথম আক্রমণে এগিয়ে যায় রিয়াল। দারুণ গোলটি আসে এমবাপের পা থেকে। বার্সা ২২তম মিনিটে ইয়ামালের গোলে সমতায় ফেরে। ৩৬তম মিনিটে গোল পান লেভানদোভস্কি। এগিয়ে যায় বার্সা। রিয়ালের মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গা বক্সে গাভিকে ফাউল করলে শুরুতে সাড়া না দিলেও, ভিএআরের সাহায্যে মনিটরে দেখে পেনাল্টি দিয়েছিলেন রেফারি।

তিন মিনিট পর ব্যবধান আরও বাড়ায় বার্সা। জুল কুন্দের ক্রসে বক্সে হেডে গোল করেন রাফিনিয়া। প্রথমার্ধের ৯ মিনিট যোগ করা সময়ে বক্সের ভেতর থেকে বাল্দের কোনাকুনি শট এক হাতে ক্রসবারের ওপর দিয়ে পাঠান কোর্তোয়া। খানিক পরই জালের দেখা পান ২১ বছর বয়সী এ স্প্যানিশ ডিফেন্ডার। ৪৮তম মিনিটে আবার রিয়ালের জালে জড়ায় বল।

বক্সের বাইরে এসে এমবাপেকে ফাউল করে ৫৬তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন পোলিশ গোলরক্ষক স্ট্যান্সনি। ভিএআরের সাহায্যে মনিটরে রিপ্লে দেখে এ সিদ্ধান্ত দেন রেফারি।

গাভিকে তুলে নিয়ে ইনিয়াকি পেনিয়াকে পোস্ট সামলানোর জন্য নামান বার্সেলোনা কোচ। একই সঙ্গে ইয়ামালের বদলি নামেন দানি ওলমো।

ওই ফ্রি-কিকেই ব্যবধান কমান রদ্রিগো। বাকি সময়ে বার্সার ওপর চাপ বাড়ালেরও গোলের দেখা পায়নি রিয়াল। খেলার শেষ বাঁশি বাজতেই উল্লাসে মেতে ওঠে কাতালানরা।

Similar Articles

Advertismentspot_img

Most Popular