নিউজ ডেস্ক:
‘বাহুবলী’ ভক্তরা শীঘ্রই ভারতের হায়দ্রাবাদে তৈরি মহিস্মতি রাজ্যে ঘুরে আসার সুযোগ পাচ্ছেন। ভারতের সবচেয়ে ব্যবসাসফল ছবি ‘বাহুবলী’র সেটটি নির্মাণ করা হয়েছিল ৬০ কোটি রুপি খরচ করে।
ছবি নির্মাণ শেষ হয়ে গেলে সাধারণত ছবির সেটটি নষ্ট করে ফেলা হয়। সেখানে তৈরি হয় নতুন কোনো ছবির সেট।
কিন্তু বাহুবলীর ক্ষেত্রে তা হয়নি। ছবিটির সেট সংরক্ষণের দায়িত্ব নেয় রামুজি ফিল্ম সিটি। খুভ শীঘ্র যা পর্যটকের জন্য তা উন্মুক্ত হচ্ছে। বাহুবলীর রাজ্যে প্রবেশের টিকেটের দাম শুরু হচ্ছে ১৬০৪ রুপিতে। সকাল সাড়ে নটা থেকে ১২টা পর্যন্ত প্রবেশ করা যাবে।
টিকেটের সর্বোচ্চ মূল্য ৩০১৪ টাকা। এ টিকেটে ২টা পর্যন্ত ‘বাহুবলী’ শাসিত রাজ্যে প্রবেশ করা যাবে।
টিকেট অর্ডার করা যাবে শুধু অনলাইনেই। শিক্ষার্থী ও কর্পোরেট কর্তাদের জন্য বিশেষ সুযোগ থাকছে।
বিস্তারিত রামুজি ফিল্ম সিটির ওয়েবসাইটে।
সূত্র : এনডিটিভি