রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫

রাহাত খান একজন প্রগতিশীল সাংবাদিক ছিলেন: তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক:

তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক রাহাত খান একজন প্রগতিশীল সাংবাদিক ছিলেন এবং সারাজীবন বঙ্গবন্ধুর পক্ষে লেখা-লেখি করেছেন।
তিনি বলেন, তিনি (রাহাত খান) শুধু একজন কথা সাহিত্যিকই ছিলেন না, দেশবরেণ্য একজন সাংবাদিকও ছিলেন। দেশের সাংবাদিকতায় তার ব্যাপক অবদান ছিল।
ড. হাছান মাহমুদ আজ সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে প্রয়াত রাহাত খানের কফিনে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন।
এ সময় আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল এমপিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ড. হাছান মাহমুদ বলেন, করোনাভাইরাসের সংকটকালেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিক সমাজের পাশে রয়েছেন। বরেণ্য সাংবাদিক যারা রয়েছেন তাদের যে কোন প্রয়োজনে সরকার পাশে থাকবে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular