শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫
শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫

রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতা ও পেনশনের দাবীতে ঝিনাইদহ পৌর কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতা ও পেনশনের দাবীতে কর্মবিরতি পালন করেছে ঝিনাইদহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকাল ৯ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কর্মবিরতি দিয়ে পৌরসভা প্রাঙ্গণে অবস্থান নেয় তারা। এসময় পৌর কাউন্সিলর এসোসিয়েশন জেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম মধু, বাংলাদেশ পৌরসভা সার্ভিসেস এসোসিয়েশন জেলা শাখার সভাপতি আছাদুজ্জামান চাঁন, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, পৌরসভার সচিব আজমল হোসেন, পৌরসভা সার্ভিসেস এসোসিয়েশন জেলা শাখার সদস্য বদর উদ্দিন, বি এম আব্দুল মজিদ, রুহুল আমীন, সেলিম রেজা, শাহিনুর ইসলাম, নাজির, অঞ্জলী রানী বক্তব্য রাখেন। এসময় বক্তারা বলেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেক নাগরিকের সেবাই পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা দিয়ে থাকেন। কিন্তু দেশের অন্য প্রতিষ্ঠানে চাকরিরতদের সুযোগ সুবিধা বাড়লেও পৌর কর্মচারীদের ভাগ্যের কোনও উন্নয়ন হয়নি। তাই সরকারি কোষাগার থেকে বেতন-ভাতা পেনশন প্রদানের যৌক্তিক দাবি নিয়ে তারা আন্দোলনে নেমেছেন। তারা বলেন, সরকার যতক্ষণ পর্যন্ত তাদের এ দাবি পূরণ না করবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular