নিউজ ডেস্ক:
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান বলেছেন, তুরস্ক ও রাশিয়ার সম্পর্ক নষ্ট করতেই রুশ রাষ্ট্রদূত আন্দ্রে কার্লভ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। এটি একটি উসকানি বলে রাশিয়া ও তুরস্ক একমত হয়েছে।
তুরস্কের প্রভাবশালী গণমাধ্যম হুরিয়াত নিউজ এ তথ্য জানিয়েছে। নিহত রাষ্ট্রদূতের প্রতি সমবেদনা জানিয়ে তুর্কি প্রেসিডেন্ট বলেন, ‘আমার সঙ্গে পুতিন সম্মত হন যে এটি (রাষ্ট্রদূত হত্যাকাণ্ড) উসকানিমূলকভাবে করা হয়েছে। এ বিষয়ে আমারও দ্বিমত নেই যে, আমাদের মধ্যে বিভক্তির জন্য এ ঘটনা ঘটানো হয়েছে।
সোমবার রাষ্ট্রদূত হত্যাকাণ্ডের পর পুতিনের সঙ্গে ফোনালাপের পর এক টেলিভিশন বিবৃতিতে এসব কথা বলেন এরদোগান। তিনি বলেন, পারস্পরিক সংহতির জন্য আমরা উভয়ই সম্মত হয়েছি। দুই দেশের মধ্যে সম্পর্ক আরও বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করে এরদোগান বলেন, আমাদের পারস্পরিক সহযোগিতা আরও বৃদ্ধি করতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। পুতিনও সন্ত্রাসবাদের বিরুদ্ধে তাদের যুদ্ধ সুদৃঢ় করার কারণেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে জানান এরদোগান।