বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

রাশিয়ার যৌনকর্মীরাই পৃথিবীর সেরা : পুতিন

নিউজ ডেস্ক:

শপথ গ্রহণের কয়েক ঘন্টা আগে ডোনাল্ড ট্রাম্পের পুরনো কুকীর্তি ফাঁস হয় ‘ওয়াটারস্পোর্টসগেট ডসিয়ার’ নামের এক প্রতিবেদনে। ৩৭ পাতার ওই প্রতিবেদন তৈরি করেন এক প্রাক্তন ব্রিটিশ গোয়েন্দা। এতে বলা হয়, রাশিয়া সফরে গিয়ে বিখ্যাত রিটজ কার্লটন হোটেলে উঠেছিলেন মার্কিন ধনকুবের ট্রাম্প। হোটেলের প্রেসিডেনশিয়াল স্যুইটে ছিলেন তিনি।

‘ওয়াটারস্পোর্টসগেট ডসিয়ার’ এ বলা হয়েছে, বিখ্যাত হোটেলের ওই স্যুইটে রাশিয়ান যৌনকর্মীদের সঙ্গে মেতেছিলেন ডোনাল্ড ট্রাম্প। রাতভর চলতে থাকা পার্টি এমন পর্যায়ে পৌঁছেছিল যে, প্রেসিডেনশিয়াল স্যুইটের বিছানায় প্রস্রাব করে দিয়েছিলেন ট্রাম্প। রাশিয়াতে ট্রাম্পের ব্যবসায়িক উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলা হয়েছে রিপোর্টে।  খবর কলকাতা টুয়েন্টিফোরের।

তবে সমস্ত অভিযোগ ‘মিথ্যা’ বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই বিতর্ক নিয়েই সম্প্রতি প্রশ্ন করা হয় রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকেও। ট্রাম্পের মতো তিনিও অভিযোগটি ‘ভুয়া’ বলে দাবি করেন।

এরপরই পুতিন জানান, আমাদের গোয়েন্দারা সব বড়লোক মার্কিনিদের নিয়ে ব্যস্ত নন। ট্রাম্প যখন রাশিয়া এসেছিলেন তখন তিনি প্রেসিডেন্ট ছিলেন না। মার্কিন যুক্তরাষ্ট্রের ধনীতম ব্যক্তি হিসেবে এসেছিলেন। এমন ব্যক্তিরা স্থানীয় নারীদের সঙ্গে নিশ্চয়ই সময় কাটাবেন না…যদিও আমাদের যৌনকর্মীরা বিশ্বের সবচেয়ে সেরা !

Similar Articles

Advertismentspot_img

Most Popular