বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

রাশিয়ার অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম নয় আমেরিকা !

নিউজ ডেস্ক:

সম্প্রতি রাশিয়ার মোতায়েন করা ক্রুজ ক্ষেপণাস্ত্র  আমেরিকা বা তার মিত্রদেশগুলি প্রতিহত করতে পারবে না বলে আশঙ্কা প্রকাশ করলেন মার্কিন স্ট্র্যাটেজিক কমান্ডের প্রধান জেনারেল জন হাইটেন। মার্কিন সিনেটের আর্মড সার্ভিসেস কমিটিকে সম্প্রতি এমনটাই শঙ্কার কথা প্রকাশ করেছেন মার্কিন বিমান বাহিনীর জেনারেল হাইটেন। সিনেটের শুনানিতে ভূমি থেকে ছোঁড়ার উপযোগী রুশ ক্রুজ ক্ষেপণাস্ত্র নিয়ে এই উদ্বেগ ব্যক্ত করেন তিনি।

রাশিয়ার ভোলগোগ্রাদ অঞ্চলসহ অজ্ঞাত আরও একটি অঞ্চলে শব্দের চেয়েও দ্রুতগামী ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে মস্কো। এর বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যায়, তা নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছে আমেরিকা। অবশ্য এটি মোতায়েনের মধ্য দিয়ে রাশিয়া ভূমি থেকে ছোঁড়ার উপযোগী মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র সংক্রান্ত চুক্তি লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে আমেরিকা। কিন্তু রুশ কর্মকর্তারা ওয়াশিংটনের বিরুদ্ধে পাল্টা একই অভিযোগ করেছেন। এ ছাড়া পরমাণু অস্ত্র ভাণ্ডার আধুনিকায়নের রুশ সামগ্রিক পরিকল্পনার নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মার্কিন জেনারেল। সূত্র: কলকাতা টুয়েন্টিফোর।

Similar Articles

Advertismentspot_img

Most Popular