নিউজ ডেস্ক:
রাশিয়ার কাছ থেকে হেলিকপ্টার কেনার চুক্তি করল পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশ। মূলত সাধারণ কাজে ব্যবহারের জন্য রাশিয়ার কাছ থেকে এই প্রথম হেলিকপ্টার কিনছে পাকিস্তান। সাধারণ কাজে ব্যবহারের উপযোগী এমআই-১৭১ হেলিকপ্টার রাশিয়া ২০১৭ সালের মাঝামাঝি সময়ে পাকিস্তানকে সরবরাহ করবে জানা গেছে। খবর সংবাদমাধ্যম ডনের।
বেলুচিস্তানের অর্থবিভাগের শীর্ষ এক কর্মকর্তা জানিয়েছেন, “এই হেলিকপ্টারে ১৪টি ভিআইপি বা ২৬ সাধারণ আসন থাকবে। জরুরি অবস্থায় এই সমস্ত আসন সরিয়ে সেখানে ১৪টি স্ট্রেচার নেওয়া যাবে। এই হেলিকপ্টার কিনতে এক কোটি ৫২ লাখ ডলার ব্যয় হবে। ”
তিনি আরও জানান, “আগামী মাসের মাঝামাঝি এটি সরবরাহ করা হবে। যাত্রী ও মালামাল পরিবহন, চিকিৎসা এবং জরুরি কাজে এটি ব্যবহার করা হবে। সামরিক পরিবহন হেলিকপ্টার এমআই-১৭ এর বেসামরিক সংস্করণ হল এমআই-১৭১। পাকিস্তানের সামরিক বাহিনী এরই মধ্যে এমআই-১৭ ব্যবহার করছে।