রামোসের জোরা গোলে জয়ের ধারায় রিয়াল !

0
38

নিউজ ডেস্ক:

টানা দুই ম্যাচে পরাজয়ের পর অবশেষে জয়ে ফিরল রিয়াল মাদ্রিদ। সার্জিও রামোসের জোড়া গোলের সুবাদে রিয়াল ঘরের মাঠে ২–১ ব্যবধানে হারাল মালাগাকে। ম্যাচের ৩৫ ও ৪৩ মিনিটে গোলদুটি করেন রামোস।

টানা ৪০ ম্যাচে অপরাজিত থাকার পর পর পর দুই ম্যাচ হেরে বসে রিয়াল মাদ্রিদ। মালাগার বিরুদ্ধে জয়ে ফিরতে শনিবার সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণে আসে রিয়াল মাদ্রিদ। ম্যাচের ৩৫ মিনিটে রামোসের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। টনি ক্রুসের কর্নার থেকে জোরালো হেডে বল জালে জড়ান রিয়াল মাদ্রিদ অধিনায়ক।

আট মিনিট পরেই রামোস পূর্ণ করেন নিজের জোড়া গোল। এবারও গোলের জোগানদাতা টনি ক্রুস। জার্মান মিডফিল্ডারের ফ্রি-কিক থেকে আসা বল পায়ের টোকায় জালে জড়িয়ে দেন রামোস। এবারের লিগে এটি রামোসের ষষ্ঠ গোল। বিরতির পর ৬৩ মিনিটে হুয়ান আনোর গোলে ব্যবধান কমায় মালাগা। এক মিনিট পর সমতায়ও ফিরতে পারতো

এই জয়ের ফলে ১৮ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে লিগের পয়েন্ট তালিকার শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে সেভিয়া রয়েছে দুইয়ে, ১ পয়েন্ট কম নিয়ে বার্সেলোনা আছে তিনে।