মু.ওয়াছীউদ্দিন, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ-
লক্ষ্মীপুরের রামগঞ্জে রাব্বানীয়া আলিম মাদ্রাসার সামনে বুধবার দুপুরে ছাত্রলীগের জঙ্গি বিরোধী মিছিলে কাউয়ালীগ কথাকে কেন্দ্র করে কলেজ শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক রাকিবুল হাসান শান্ত গ্রুপ ছাত্রলীগ নেতা আশরাফুল ইসলাম রাজুর উপর হামলা চালায়। এ সময় সংঘর্ষে রাজুসহ তিন জন আহত হয়। প্রতিবাদে ছাত্রলীগের এক অংশ রামগঞ্জ-হাজীগঞ্জ সড়কে গাছের টুকরো ফেলে ও টায়ারে আগুন জালিয়ে সড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
বিশ্বস্ত সুত্রে জানা যায়, পূর্ব থেকে কলেজ শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক রাকিবুল হাসান শান্ত ছাত্রলীগ নেতা আশরাফুল ইসলাম রাজুকে কাউয়ালীগের সাথে চলাফেরা করে বলে কটাক্ষ করে । এ নিয়ে তাদের মধ্যে বাকবিতন্ডের ঘটনা ঘটে। বুধবার দুপুরে রামগঞ্জ উপজেলা,পৌরসভা ও কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে জঙ্গি বিরোধী একটি মিছিল রামগঞ্জ সরকারী কলেজ গেট থেকে শুরু করে রাব্বানীয়া মাদ্রাসার সামনে আসলে কলেজ শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক রাকিবুল হাসান শান্তর নেতৃত্বে একটি গ্রুপ ছাত্রলীগ নেতা আশরাফুল হাসান রাজুর উপর হামলা চালায়। মুহুর্তের মধ্যে সংঘর্ষ চড়িয়ে পড়ে। রাজু অনুসারী ছাত্রলীগের একটি গ্রুপ হামলাকারীদেরকে ধাওয়া করে গাছের টুকরো,টায়ারে আগুন জালিয়ে রামগঞ্জ-হাজীগঞ্জ সড়ক অবরোধ করে দেয়। পরে থানা পুলিশ ১ ঘন্টা চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ সময় রাজুসহ ২ জন আহত হয়।
আহত ছাত্রলীগ নেতা আশরাফুল ইসলাম রাজু বলেন,কলেজ শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক রাকিবুল হাসান শান্ত আমাকে কাউয়া নেতার সমর্থক বলে সব সময় গালি দেয়। আমরা মিছিল করে যাওয়ার সময় শান্ত দলবল নিয়ে আমার উপর হামলা করে।
উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মাল বলেন, মিছিলের পর সংক্ষিপ্ত সমাবেশ শেষে মারামারির বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দিয়ে নেতা-কর্মীদের শান্ত করার চেষ্টা করি।
রামগঞ্জ থানার ওসি মোঃ তোতা মিয়া বলেন,অভ্যান্তরিন কোন্দলের কারনে অপ্রীতিকর ঘটা ঘটেছে। হামলা করীদের আইনের আওয়াতায় এনে ব্যবস্থা গ্রহন করা হবে।