শনিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৫
শনিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৫

রামগঞ্জে চেয়ারম্যানসহ আ‘লীগের ৪৫ নেতাকর্মী বিরুদ্ধে মামলা

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি ঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নে দুপক্ষের গোলাগুলির ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। এতে ৯নং ভোলাকোট ইউপি চেয়ারম্যানসহ আওয়ামীলীগ ও যুবলীগের ৪৫ জনকে আসামি করা হয়। (২৯ অক্টোবর) রোববার রাতে রামগঞ্জ থানায় দু‘পক্ষ পাল্টাপাল্টি মামলা দায়ের করেন।
থানা সূত্র জানায়, গুলিবিদ্ধ কবির হোসেনের পক্ষে ইউনিয়ন আ’লীগের বন বিষয়ক সম্পাদক মহিন ড্রাইভার বাদী হয়ে মামলা করেন। এতে ভোলাকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি বশির আহম্মেদ মানিককে প্রধান করে ২৫ জনকে আসামি করা হয়। পরে অপর গ্রুপের গুলিবিদ্ধ এমরান হোসেনের বাবা বাদী হয়ে মহিন ড্রাইভারকে প্রধান করে পাল্টা মামলা করেন। ওই মামলায় ২০জনকে আসামি করা হয়।
উল্ল্যেক্ষ,গত শুক্রবার রাতে ভোলাকোট ইউনিয়নের আথাকরা বাজারে উপজেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি ও ভোলাকোট ইউপি চেয়ারম্যান বশির আহম্মেদ মানিক এবং ইউনিয়ন আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মহিন ড্রাইভারের সমর্থকদের মাঝে পাল্টা-পাল্টি গোলাগুলির ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের দুইজন গুলিবিদ্ধসহ ৫জন আহত হয়েছে। গুলিবিদ্ধ এমরান হোসেন (২৮) ও কবির হোসেন (৪০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তোতা মিয়া বলেন, সংঘর্ষ ও গুলির ঘটনায় দুটি মামলা হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular