মু.ওয়াছীঊদ্দিন, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার আথাকরা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীকে রোববার দুপুরে মুখোশ পরোহিত তিন বখাটে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরনের চেষ্টা করেন। সৃষ্ট ঘটনায় ওই ছাত্রীর মা আয়েশা বেগম বাদী হয়ে সোমবার সকালে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি ও উপজেলা নির্বাহী অফিসার কাছে লিখিত অভিযোগ করেন।
জানা যায়,উপজেলার হোসেনপুর পাটোয়ারী বাড়ির সৌদি প্রবাসি আবুল কালাম আজাদের মেয়ে আথাকরা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী উম্মে রুমা রতœা (১৩)কে বিদ্যালয় আসার পথে নাপিত বাড়ি নামক স্থানে পৌছলে মুখোশ পরোহিত ৩বখাটে পথরোধ করে। বখাটে গ্রুপ ছাত্রীর গলা ধারালো অস্ত্র ও মুখ চেপে ধরে অপহরনের চেষ্টা করে।
ওই সময়ে রতœার চিৎকারে গ্রামের লোকজন ছুটে আসলে বখাটেরা পালিয়ে যায়। রতœা ও তার মা আয়েশা বেগম বলেন,মুখোশপরা অপহরনকারীদেরকে তারা চিনতে পারেনি।
বিদ্যালয় প্রধান শিক্ষক মুজিবুল হক জানান, তিন বখাটের মধ্যে আথাকরা গ্রামের আব্দুল হকের ছেলে মেশকাত হোসেনকে চিহিৃত করা হয়েছে। ওই বখাটের পিতা-মাতাসহ বিদ্যালয় উপস্থিত হওয়ার জন্য নোটিশও প্রদান করা হয়েছে। বিদ্যালয় সভাপতি ও ভোলাকোট ইউপি চেয়ারম্যান বশির আহম্মদ ভিপি জানান, ঘটনার সাথে তিন বখাটের সনাক্ত চলছে।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবু ইউসুফ বলেন,বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির প্রতিবেদন পাওয়ার পর বখাটের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়ায় হবে।