বুধবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৫

রাবির কেন্দ্রীয় গ্রন্থাগার প্রশাসক ড. সুভাষ চন্দ্র !

নিউজ ডেস্ক:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের অধ্যাপক ড. সুভাষ চন্দ্র শীল। গত রোববার বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. সোবহান তাকে নিয়োগ দেন। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।

এদিন সকাল সাড়ে ১০টার দিকে তিনি দায়িত্বে যোগ দেন। তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় তিনি রাবি ভিসিকে ধন্যবাদ জানিয়ে গ্রন্থাগারের উন্নয়ন, পড়াশোনা এবং গবেষণা কাজে যুগোপযোগী করে তুলতে সকালের সহযোগিতা কামনা করেন।

এদিকে নবনিযুক্ত প্রশাসককে অভিনন্দন জানিয়েছেন রাবি ভিসি, রেজিস্ট্রার, কেন্দ্রীয় গ্রন্থাগারের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
উচ্চশিক্ষার মানোন্নয়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগ ওঠায় গত ১৪ জুন গ্রন্থাগার প্রশাসকের পদ থেকে ইস্তফা দেন বাংলা বিভাগের অধ্যাপক ড. সফিকুন্নবী সামাদী।

তিনি দ্বিতীয় মেয়াদে গ্রন্থাগারের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বেশ কয়েকটি দৈনিকে ওই প্রকল্পে অনিয়ম-দুর্নীতির সংবাদ প্রকাশ হলে বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে। পরে ১৭ জুন সিন্ডিকেটের ৪৭১ তম সভায় অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular