বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রাবি;
ম্যাজিক লণ্ঠন, উত্তরণ, সর্বজনের সংস্কৃতি, যোগসূত্র ও সমগীতির উদ্যোগে আয়োজিত হয়েছে বংলার প্রাচীন ঐতিহ্য রক্ষার্থে গানের অনুষ্ঠান “গান কথা গান” অনুষ্ঠিত হয় ।
৭ ডিসেম্বর (শনিবার) বিকাল ৪:৩০টা সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনের পাশে এ অনুষ্ঠানটি সুচনা হয়।
অনুষ্ঠানে সংস্কৃতি পুনর্গঠনের আলাপ করেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আ আল মামুন,অরূপ রাহী,অমল আকাশ,কৃষ্ণকলি ইসলাম,বাকী বিল্লাহ,কাজী মামুন হায়দার,মুরাদ মোর্শেদ,শ্যাম সাগর মানকিন।
উক্ত অনুষ্ঠানে গান পরিবেশন করবেন অরূপ রাহী, সমগীত, কাজী মামুন হায়দার শ্যাম সাগর মানকিন, সর্বজনের সংস্কৃতি,সহ ক্যাম্পাসের বিভিন্ন সাংস্কৃতিক সংস্থাগুলো।
অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক সহ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।