শনিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৫
শনিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৫

রাবিতে একুশে বইমেলা শুরু, থাকছে জুলাই স্মৃতি কর্ণার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পাঁচ দিনব্যাপী একুশে বইমেলা শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক চত্বরে বইমেলার উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করে কিছু বই ক্রয় করেন। এছাড়া, তিনি দুটি গবেষণা গ্রন্থের মোড়ক উন্মোচন করেন। এবারের বইমেলায় স্থানীয় ও ঢাকাসহ বিভিন্ন প্রকাশনা সংস্থা, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইনস্টিটিউট ও অনুষদ, এবং অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানসহ অর্ধশতাধিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। মেলায় লেখক-পাঠক আড্ডা, মুক্তমঞ্চ এবং বিশেষ আকর্ষণ হিসেবে ‘জুলাই স্মৃতি কর্ণার’ থাকছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার, ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক প্রফেসর এফ. নজরুল ইসলামসহ বিভিন্ন অনুষদের অধিকর্তা, হল প্রাধ্যক্ষ, বিভাগীয় সভাপতি এবং বিশ্ববিদ্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তা ও বিশিষ্ট শিক্ষকবৃন্দ।

Similar Articles

Advertismentspot_img

Most Popular