নিউজ ডেস্ক:
সাধারণত বিমান বা হেলিকপ্টার দু’টাই টেকঅফ এবং ল্যান্ডিংয়ের সময় রানওয়েতে স্পিডে বেশ কিছুটা এগিয়ে যায়৷ কিন্তু বিমান টেকঅফের আগে এবার আর প্রয়োজন পড়বে না রানওয়ের৷ বোয়িং আন্তর্জাতিক বাজারে আনতে চলেছে এমনই অভিনব প্রযুক্তিতে তৈরি একটি বিমান৷
একেবারে অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি বিমানটির নাম x39B৷ বিমানের ক্ষেত্রে এটি একটি নতুন পথের দিশা দেখিয়েছ। কেউ কেউ এটিকে স্পেস প্লেনের সঙ্গেও তুলনা করছেন৷ ভারতের সেনাবাহিনীর জন্যই মূলত তৈরি করা হয়েছে এই বিশেষ বিমানটি ৷ এটি টেকঅফ কিংবা ল্যান্ডিং কোনও সময়ই রানওয়ের প্রয়োজন পড়বেনা৷ ভার্টিক্যাল অর্থাৎ উল্লম্বভাবে এটি আকাশের দিকে সোজা উপরে উঠে যাবে আবার অপরদিকে উল্লম্বভাবেই এটি ল্যান্ড করবে৷ অত্যাধুনিক প্রযুক্তির পাশাপাশি একেবারেই স্মার্ট লুকিং এটি৷ এই এয়ারক্রাফটটি কালো রংয়ের৷ এই এয়ারক্রাফটটেই রয়েছে ইলেকট্রিক হেয়ারড্রায়ার৷
কলকাতা টুয়েন্টিফোর।