বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

রাতের আকাশে রহস্যময় যানটি হঠাৎ উধাও !

নিউজ ডেস্ক:

পরিষ্কার রাতের আকাশে উজ্জ্বল আলোয় ঝলমলে যানটি হঠাৎ ঢুকে গেল আলোর মধ্যে। আকাশযানটি থেকে তখন ধোঁয়াও বের হচ্ছিল। রহস্যময় আকাশযানটি এরপর চোখের পলকে যেন উধাও হয়ে গেল! ঘটনাটি ঘটেছে রাশিয়ার সাইবেরিয়া প্রদেশের ইয়াকুতিয়া অঞ্চলে। সম্প্রতি প্রকাশিত একটি ভিডিওতে এমনটিই দেখা যায়।

সায়মন নামের এক ব্যক্তি ভিডিওটি ইউটিউবে প্রকাশ করে লেখেন, ‘বাড়ির ছাদের ওপর থেকে উজ্জ্বল আলোয় ঝলমল করছিল- এমন একটি অচেনা আকাশযান দেখতে পাওয়া যায়। আকাশযানটির ওপরের দিকে একটি হীরক আকৃতির জানালা খুলে যাওয়া মাত্র যানটি ওই জানালার মধ্যে হারিয়ে যায়। পরে ওই জানালাটি উধাও হয়ে যায়।

ভিডিওটি দেখে অনেকেই বলছেন, রহস্যময় ওই আকাশযান আসলে একটি ড্রোন। আর লেজারের মাধ্যমে আলোকসজ্জা করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এদিকে ওই আকাশযান সম্পর্কে আর কোনো তথ্য জানা যায় নি। যদিও রাশিয়ার আকাশে অচেনা আকাশযানের দেখা এবারই প্রথম নয়। এর আগেও বৈকাল হ্রদের ওপর দেখা যায় উজ্জ্বল সবুজ আলো। অনেকেই সেটিকে ক্ষেপণাস্ত্র বলে ধারণা করেন।

সূত্র: ইন্টারেনট।

Similar Articles

Advertismentspot_img

Most Popular