নিউজ ডেস্ক:মেহেরপুরের সদর উপজেলার রাজাপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে ১১জন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলো- ইসার উদ্দীন পক্ষের ইসার উদ্দিন, ইমরান হোসেন, হারুনুর রশিদ, রবজেল হোসেন, রমজান আলী এবং বরকতের পক্ষে বরকত আলী, তার মা জান্নাতুল, সেলিম হোসেন, সালাম হোসেন ও রফিকুল ইসলাম। আহতরা মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয়রা জানান, একটি জমি নিয়ে ইসার উদ্দিন ও তার প্রতিবেশী বরকত আলীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। ঘটনার সময় ইমরান তার পৈত্রিক সূত্রেপ্রাপ্ত দাবি করে তার জমিতে ঘর তৈরির কাজ শুরু করে। এ সময় প্রতিবেশী বরকত আলী বাধা দেয়। এতে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও উত্তেজনার একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়। এতে উভয়পক্ষের ১১ জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। এদিকে খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। ইসার উদ্দিন জানান, তার পৈতৃক সূত্রে পাওয়া জমিতে ঘর তৈরি করতে গেলে বরকতের লোকজন অন্যায়ভাবে বাধা দেয় এবং তাদের উপর হামলা চালায়। তবে অপরপক্ষের বরকত আলী জানান, জমিটিতে দীর্ঘদিন ধরে মামলা চলছে। মামলা নিস্পত্তি না হলেও তারা সেখানে ঘর তৈরি করে দখল করার চেষ্টা করছে। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, এখন পর্যস্ত কোন পক্ষ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।