বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

রাজশাহী-৩ এমপি আয়েনের ফেসবুক হ্যাক, ফোন নম্বর ক্লোন করে চাঁদা দাবি !

নিউজ ডেস্ক:

রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের এমপি আয়েন উদ্দিনের ফেসুবক আইডি হ্যাক এবং মোবাইল নম্বর ক্লোনের অভিযোগ উঠেছে। তার ফেসবুক ব্যবহার করে এবং মোবাইল নম্বর ক্লোন করে তার নিকটাত্মীয়দের কাছ থেকে চাঁদা দাবি এবং অশ্লীল মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ করেছেন এমপি আয়েন উদ্দিন। রবিবার সকালে তিনি এমন বিব্রতকর অবস্থায় পড়েন।
এ ঘটনার পর নিজের ফেসবুক আইডিতে তিনি একটি পোস্ট করেন। এতে তিনি লেখেন, আমার আইডি অনেকদিন আগেই হ্যাক করা হয়েছে। এই আইডি থেকে যাদেরকে বিরক্তিকর ম্যাসেজ, গালিগালাজ দেওয়া হয়েছে বা হচ্ছে-তা আমার না। আমার কাছে যে অভিযোগ আসছে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।
এমপি আয়েন উদ্দিন বলেন, বেশকিছুদিন আগে আমার মোবাইল ফোন চুরি হয়ে যায়। এরপর থেকেই আমার ফেসবুক আইডিটি হ্যাক করা হয়। মোবাইল ফোনের নম্বরও ক্লোন করে একটি সংঘবদ্ধ চক্র। ফলে আমার ফেসবুক আইডি থেকে এবং মোবাইল ফোন থেকে যাকে-তাকে ম্যাসেজ পাঠিয়ে বা ফোন করে চাঁদা দাবি করা ছাড়াও অশ্লীল মন্তব্য করে ম্যাসেজ দেওয়া হচ্ছে। এতে করে আমি বিব্রতকর অবস্থায় পড়েছি। বিষয়টি নিয়ে তিনি ফোন কোম্পানির কাছে অভিযোগও করেন বলে জানান। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীকেও বিষয়টি ক্ষতিয়ে দেখতে বলেছেন।

Similar Articles

Advertismentspot_img

Most Popular