নিউজ ডেস্ক:
রাজশাহী থেকে চট্টগ্রাম পর্যন্ত সরাসরি ট্রেন চালু, ডুয়েল গেজ রেললাইন স্থাপন, রমজানে খাদ্যদ্রব্যে বিষাক্ত রঙ প্রয়োগ প্রতিরোধ এবং দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখাসহ ১৪ দফা দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ। বুধবার বেলা ১১টায় রাজশাহী মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি লিয়াকত আলী।
এতে বক্তব্য রাখেন- রাজশাহীর সামাজিক এই সংগঠনটির সাধারণ সম্পাদক জামাত খান, সাংগঠনিক সম্পাদক দেবাশীষ প্রামানিক দেবু, জাতীয় মহিলা পরিষদের রাজশাহী শাখার সভাপতি কল্পনা রায়, নারীনেত্রী সেলিনা খাতুন প্রমূখ।
বক্তারা বলেন, রাজশাহী একটি কৃষিপ্রধান এলাকা। তাই এ অঞ্চলের কৃষিপণ্য দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানোর জন্য অতিরিক্ত মালবাহী ট্রেনের ব্যবস্থা করতে হবে। এটি করা হলে রাজশাহীর অর্থনীতিতে গতি সঞ্চালন হবে। পাশাপাশি বক্তারা তাদের অন্যান্য দাবি তুলে ধরে বক্তব্য দেন।