জুবাইর হোসেন (রাজশাহী বিশ্ববিদ্যালয়)
জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে বাংলাদেশের চট্রগ্রাম, সিলেট, ময়মনসিংহসহ কয়েকটি বিভাগের দেখা দেয় ভয়াবহ বন্যা। সেসময় সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহ করে পাঠায় প্লাবিত এলাকাগুলোতে। রাজশাহী থেকেও ফান্ড সংগ্রহ করে পাঠানো হয় সহযোগিতা সামগ্রী।
সংগৃহীত ফান্ড ও উদ্বৃত্ত টাকার হিসাব আজ (০৫ জানুয়ারি) সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য সালেহ হাসান নকীবের নিকট জমা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজশাহীর নেতাকর্মীরা। উদ্বৃত্ত টাকা নোয়াখালী জেলাতে পুনর্বাসনের জন্য পাঠিয়েছেন উপাচার্য নকীব।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়বৃন্দ বলেন, ” ভয়াবহ বন্যার সময় সারাদেশের মানুষের মধ্যে আমরা যে মানবিকতা ও সহোযোগিতার প্রতিযোগিতা দেখেছিলাম তা প্রাণ জুড়ানোর মতো ছিল। আমরা রাজশাহীবাসীও পিছিয়ে ছিলাম না। ছোট বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত ধনি-দরিদ্র এবং কি ভিক্ষুকরাও সহযোগিতা করেছিল। আমরা সংগৃহীত ফান্ডের হিসাব প্রথম পর্যায়ে পুঙ্খানুপুঙ্খভাবে প্রস্তুত করেছিলাম। দ্বিতীয় পর্যায়ে কুড়িগ্রাম, শেরপুর, নেত্রকোনা এবং ময়মনসিংহে বন্যা হওয়ার কারণে বন্যা কমিটি পুনরায় ফান্ড সহায়তার জন্য উদ্যোগ নেয়। পরবর্তীতে শেরপুর, ময়মনসিংহ জেলাসহ বেশকিছু জায়গায় ত্রাণ সামগ্রী পাঠানো হয়। পাশাপাশি পুর্নবাসনের জন্যও ব্যবস্থা গ্রহণ করা হয়। প্রথম এবং দ্বিতীয় পর্যায়ের সকল হিসাব একসাথে যুক্ত করার কারণে একটু লেট হলেও আহ্বায়ক কমিটির সময় সাপেক্ষে আমরা এর অডিট দিতে পেরেছি।”
উল্লেখ্য, বন্যার্তদের সহায়তার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজশাহীর উদ্যোগে সর্বমোট ২৩,৩৪,৯২৯ টাকার তহবিল সংগ্রহ করা হয়। বন্যা কবলিত বিভিন্ন জেলায় সর্বমোট ২৩,২৩,৫৬০ টাকা ব্যয় করা হয় এবং উদ্বৃত্ত ১১,৩৬৯ টাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যারের মাধ্যমে নোয়াখালী জেলায় বন্যা পরবর্তী সংস্কার কাজে পাঠানো হয়েছে।