রাজশাহীতে মানুষের ১১ কঙ্কাল উদ্ধার!

0
50

নিউজ ডেস্ক:

রাজশাহীর চর মাজারদিয়ার পূর্বপাড়া থেকে মানুষের ১১টি কঙ্কাল উদ্ধার করেছেন বিজিবি সদস্যরা।

শনিবার ভোরে কঙ্কালগুলো অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আনা হচ্ছিল বলে জানান বিজিবির চর মাজারদিয়া পোস্টের কমান্ডার নায়েব সুবেদার আরশাদ আলী।

সুবেদার আরশাদ আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১১টি কঙ্কাল উদ্ধার করা হয়। এগুলো ভারত থেকে বাংলাদেশে পাচার করে আনা হচ্ছিল। এর মূল্য দেড় লাখ টাকার বেশি। এগুলো রাজশাহী শুল্ক বিভাগে জমা দেওয়া হবে।

অভিযানের সময় বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা কঙ্কালগুলো ফেলে পালিয়ে যায় বলে জানান সুবেদার আরশাদ আলী।