নিউজ ডেস্ক:
রাজশাহীর গোদাগাড়ি উপজেলার বেনীপুর গ্রামে ঘেরাও করে রাখা ‘জঙ্গি আস্তানা’ থেকে বেরিয়ে এসে আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়ে একই পরিবারের ৫ জন নিহত হয়েছেন। এ সময় বিস্ফোরণে মারা যান ফায়ার সার্ভিসের এক কর্মী।
নিহতের হলেন বাড়ির মালিক সাজ্জাদ হোসেন, তার স্ত্রী বেলী, তাদের ছেলে আল-আমিন, সোহেল এবং মেয়ে কারিমা। এছাড়া নিহত ফায়ার সার্ভিসের কর্মী আব্দুল মতিন।
এসময় পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। তারা হলেন উপপরিদর্শক উৎপল, পুলিশ কনস্টেবল তাজুল এবং ফায়ার সার্ভিসের কর্মী আব্দুল মতিন। এছাড়া বাড়িটি থেকে দুই শিশুকে উদ্ধার করা হয়েছে।
এর আগে, বুধবার দিবাগত রাত আড়াইটা থেকে ফাঁকা মাঠের ওই বাড়িটি ঘিরে অভিযান চালায় পুলিশ। গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিপজুর আলম মুন্সি এ তথ্য জানান।
পুলিশ জানায়, ঘেরাও করে রাখার পর সকাল থেকে পুলিশ মাইকিং করে জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান জানান। এরই মধ্যে সকাল পৌনে ৮টার দিকে বাড়িটিতে পুলিশের উপস্থিতিতে পানি ছিটাচ্ছিলেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এ সময় ভেতর থেকে বাহিরে এসে ওই বিকট শব্দে আত্মঘাতি বিস্ফোরণ ঘটনায় জঙ্গিরা। পরে সেখানে নারীসহ ওই ৫ জঙ্গির মরদেহ পড়ে থাকতে দেখা যায়। অভিযানে সেখান থেকে দুই শিশুকে উদ্ধার করা হয় বলেও জানান ওসি হিপজুর।