শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫
শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫

রাজশাহীতে তরুণী ধর্ষণ মামলার দুই অসামি রিমান্ডে !

নিউজ ডেস্ক:

ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে তরুণীকে রাজশাহী গ্রিন গার্ডেন রেস্ট হাউসে ডেকে নিয়ে পালাক্রমে ধর্ষণে ঘটনায় আসামি শাসমুল আলম বাদশা এবং আবুল খায়ের ওরফে নাহিদকে দুইদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহীর মহানগর মূখ্য হাকিম আদালতের বিচারক জাহিদ হোসেন এ নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানার ওসি জিল্লুর রহমান। তিনি বলেন, আসামিদের দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।

গত ৩১ জুলাই ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে চাঁপাইনবাবগঞ্জেরএক তরুণীকে ডেকে নিয়ে গিয়ে রাজশাহী নগরীর নওদাপাড়া এলাকায় গ্রীণ গার্ডেন রেস্ট হাউসে পালাক্রমে ধর্ষণ করা হয়। এ ঘটনার পর ওই রাতেই ভিকটিম তরুণী নগরীর শাহ মখদুম থানায় অভিযোগ করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে পরের দিন ভোরে কলেজ শিক্ষক শামসুল আলম ওরফে বাদশা (৩০) এবং  বাগমারা উপজেলা সদরের আবুল  খায়ের ওরফে নাহিদকে (২৬) গ্রেফতার করে।

এদের মধ্যে বাদশা পেশায় শিক্ষকতা করেন। বাগমারার একটি কলেজের শিক্ষক তিনি। আর নাহিদের নগরীতে কম্পিউটারের দোকান রয়েছে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular