রাজশাহীতে খাদ্য পরিবহন ঠিকাদারদের ধর্মঘট অব্যাহত !

0
38

নিউজ ডেস্ক:

রাজশাহী থেকে অনির্দিষ্টকালের জন্য সরকারি খাদ্য পরিবহন বন্ধের ঘোষণা দিয়েছে রাজশাহী বিভাগীয় খাদ্য পরিবহন ঠিকাদার সমিতি। অতিরিক্ত ৪৫ ভাগ পরিবহন ব্যয় বাড়ানোর দাবিতে গত রবিবার থেকে তারা খাদ্য পরিবহন বন্ধ রেখেছেন। গতকাল সোমবার দুপুর পর্যন্ত এই বিষয়ে কোনো সুরহা হয়নি।

রাজশাহী বিভাগীয় খাদ্য পরিবহন ঠিকাদার সমিতির সভাপতি নির্মল কর্মকার জানান, ২০০৫-২০০৭ অর্থ বছরে সরকার তাদের সঙ্গে যে চুক্তি করেছিল, এখনও সেই চুক্তি বহাল আছে। কিন্তু পরিবহন ব্যয় বাড়লেও সরকার তাদের ব্যয় বাড়ায়নি। ফলে তারা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ২০১২ সাল থেকে তারা এনিয়ে কয়েক দফায় সরকারের কাছে আবেদন জানালেও লাভ হয়নি। ফলে তারা খাদ্য পরিবহন না করার সিদ্ধান্ত নিয়েছেন।

রাজশাহী বিভাগীয় খাদ্য পরিবহন ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক শাহ আলম জানান, তারা আগের দরের চেয়ে ৪৫ ভাগ বাড়ানোর প্রস্তাব দিয়েছেন। তাদের এ দাবি পূরণ না হওয়া পর্যন্ত সরকারি খাদ্য পরিবহন বন্ধ থাকবে।