রাজশাহীতে কলেজ হোস্টেল থেকে বিদেশি ছাত্রীর লাশ উদ্ধার !

0
28

নিউজ ডেস্ক:

রাজশাহী মহানগরীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের ছাত্রী হোস্টেলে এক বিদেশি ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার সকাল ১১টার দিকে এ খবর জানা যায়।

ওই শিক্ষার্থী মালদ্বীপের মো. আতিব এর মেয়ে রাউদা আথিব (২০)। তিনি ওই কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।

পুলিশ জানায়, মেডিকেল কলেজের ছাত্রী হোস্টেলের ২০৯ নম্বর রুমে তিনি গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে কি কারণে তার এই আত্মহত্যা এই বিষয়ে কেউ কিছু বলতে পারছে না।

শাহ মুখদম থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান জানান, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) দল এসে লাশের সুরতহাল করেছে। এরপর ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।