রাজবাড়ীতে ১২ দাখিল পরীক্ষার্থী বহিষ্কার !

0
35

নিউজ ডেস্ক:

রাজবাড়ীর বালিয়াকান্দি দাখিল মাদ্রাসা কেন্দ্র থেকে ১২ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচ এম রকিব হায়দার গত রোববার দাখিলের গণিত পরীক্ষা চলাকালীন অসদুপায় অবলম্বন করায় তাদের বহিষ্কার করেন।

১২ শিক্ষার্থীর বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্র সচিব মো. আব্দুর রশিদ।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন- শালমারা দাখিল মাদ্রাসার উর্মি খাতুন, পাটকিবাড়িয়া দাখিল মাদ্রাসার শিপন মল্লিক, ইমদাদুল হক, ফাতেমা আক্তার, গাজী রাকিব, বড় হিজলা আলিম মাদ্রাসার শিহাব মোল্যা, হামিদুল মন্ডল, বার মল্লিাকা দাখিল মাদ্রাসার ছমির শেখ, মো. রাসেল, সদা শিবপুর দাখিল মাদ্রাসার আমিরুল ইসলাম, তেতুলিয়া দাখিল মাদ্রাসার সুমন মণ্ডল ও নাজমুল শেখ।